ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার কালুক্ষেত্র নামক স্থানে ইজিবাইকের ধাক্কায় বিথি আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও-ফাড়াবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

বিথি স্থানীয় ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

 

ঠাকুরগাঁও সদর থানার আব্দুল লতিফ মিয়া জানান, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল বিথি। এসময় পেছন থেকে ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

দুর্ঘটনার পর কাঠের গুঁড়ি ফেলে প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে স্থানীয়রা।  
পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।