ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও সনদপত্র তুলে দিচ্ছেন।

কেরানীগঞ্জ (ঢাকা): উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। কিন্তু বিগত সময়ে বিএনপি জোট সরকার গঠন করে কোনো কাজ করেনি।

তারা উন্নয়নের নামে লুটপাটের রাজনীতি করেছে। তাদের দুর্নীতি বিশ্বব্যাপী স্বীকৃত। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে না পারলে এ উন্নয়ন লুটপাট হয়ে যাবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নেই।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নসরুল হামিদ ফাউন্ডেশন আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, যেখানে বাসস্থান থাকবে সেখানে কোনো কলকারখানা থাকবে না। সব কলকারখানা বিসিক শিল্প নগরীতে স্থানান্তর করা হবে। ওই এলাকার জন্য আলাদা করে গ্যাস, বিদ্যুৎ ও ইটিপি স্থাপন করা হচ্ছে। কেরানীগঞ্জের ১১টি খাল উদ্ধারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া তেঘরিয়া ইউনিয়নে ২০০ একর জমির ওপর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। স্টেডিয়ামের পাশে ৮০ ফুট প্রশস্ত সড়ক হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, নসরুল হামিদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ সুফি, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জজ মিয়া, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিক প্রমুখ।

এসময় প্রতিমন্ত্রী উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি ও সনদপত্র তুলে দেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।