ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুর থেকে অপহৃত শিশু নালিতাবাড়ীতে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
গাজীপুর থেকে অপহৃত শিশু নালিতাবাড়ীতে উদ্ধার

শেরপুর: গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভোগড়া এলাকা থেকে অপহরণের একদিন পর শিশু নিয়াজ মোর্শেদকে (০৬) শেরপুরের নালিতাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ নাকশী এলাকার সিদ্দিক মিয়ার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।  

নিয়াজ মোর্শেদ নাটোর জেলার লালপুর উপজেলার চকনাজিরপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

নাসির উদ্দিন গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভোগড়া এলাকায় একটি গার্মেন্টে শ্রমিক ছিলেন। তিনি ভোগড়াতেই পরিবার নিয়ে থাকতেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সারোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় দক্ষিণ নাকশী গ্রামের শামসুল হকের ছেলে গার্মেন্টকর্মী সিদ্দিক মিয়ার (৩৫) বাড়ি থেকে শিশু নিয়াজকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারী সিদ্দিক পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।