ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর: যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রানা হোসেন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের রেলগেট এলাকায় ছুরিকাঘাতের পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত রানা শহরের রেলগেট রায়পাড়া এলাকার মাসুদ হোসেনের ছেলে।

নিহতের মা ও স্থানীয়রা জানান, বিকেলে রেলগেট পঙ্গু হাসপাতাল এলাকার ডলার ও বাবু নামে দুই দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরি মেরে গুরুতর জখম করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনসপেক্টর রফিকুল হক বাংলানিউজকে বলেন, রানা খুনে জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।