ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ নিয়ে জাপানের সঙ্গে সমঝোতা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ নিয়ে জাপানের সঙ্গে সমঝোতা  সমঝোতা সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ থেকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের বিষয়ে একটি সহযোগিতা স্মারক সই করা হয়েছে। 

স্থানীয় সময় সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে জাপানের টোকিওতে দুই দেশের ঊধ্বর্তন কর্মকর্তারা এ সমঝোতা সই করেন।   

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার এবং জাপানের হেলথ, লেবার ও ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের পলিসি-সমন্বয় বিষয়ক ভাইস মিনিস্টার জিনিচি মিয়ানো, বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক ভাইস মিনিস্টার হিরোমু কুরোকাওয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্সুলার বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কোইচি আইবোশি এই সহযোগিতা স্মারকে সই করেন।

 

এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও জাপান সরকারের উচ্চ-পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

প্রেসবিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগে সপ্তম দেশ হিসেবে বাংলাদেশ জাপানের সঙ্গে এই স্মারক সই করেছে।

ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার ২৮-৩১ জানুয়ারি জাপান সফর করছেন। ৩১ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।