ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার রায় নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
খালেদার রায় নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন বইমেলার নিরাপত্তা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮ ফেব্রুয়ারির রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, দেশের কোনো নাগরিক আইনের ঊর্ধ্বে নয়।

কেউ যদি আইন ভঙ্গের চেষ্টা করে, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড করে তবে তা কঠোর হাতে দমন করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খালেজা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, এ নিয়ে কারো শঙ্কিত হওয়ার কারণ নেই। ২০১৪-১৫ সালে সংগঠিত সহিংসতার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।