ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মলম পার্টির খপ্পরে ভিক্ষুক দম্পতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
মলম পার্টির খপ্পরে ভিক্ষুক দম্পতি হাসপাতালে ভিক্ষুক দম্পতি-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভিক্ষুক দম্পতির টাকা নিয়ে গেছে মলম পার্টির সদস্যরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।  

গোপালদী পৌরসভার নারী কাউন্সিলর শাহিদা বলেন, উপজেলার রামচন্দ্রদী গ্রামের ভিক্ষুক গোলেছা (৬০) তার অন্ধ স্বামী আবেদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো ভিক্ষা করতে বের হন।

বেলা ১টার দিকে উপজেলা সদরের ফয়সাল হাসপাতালের সামনে মলম পার্টির সদস্যরা তাদের চোখে মলম লাগিয়ে ভিক্ষার টাকা নিয়ে নেয়। এসময় আমি একজনকে ধরে ফেলি। কিন্তু আমাকে ধাক্কা দিয়ে তারা পালিয়ে যায়।  

ভিক্ষুক দম্পতিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।