ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশ, হোটেল কক্স টুডেকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
অস্বাস্থ্যকর পরিবেশ, হোটেল কক্স টুডেকে লাখ টাকা জরিমানা হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান-ছবি-বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারে হোটেল দ্য কক্স টুডে থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, রুম ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এ জরিমানা আদায় করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জয় বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০(৬)ক, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯(৩৯,৪৩) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হোটেল দ্য কক্স টুডেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সুলতান মাহমুদ মিলন এবং ডিএসআই তরুণ বড়ুয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।