ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ছিনতাইয়ের ঘটনায় এএসআই রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
যশোরে ছিনতাইয়ের ঘটনায় এএসআই রিমান্ডে

যশোর: যশোরে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় কোতোয়ালি মডেল থানার থেকে সদ্য প্রত্যাহার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলমকে দুই দিনের পুলিশ হেফাজতে দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রিমান্ডের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিনুর রহমান তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে, গত ২৬ জানুয়ারি (শুক্রবার) আলোচিত ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও  জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের মোল্যা আটক এএসআই শাহ আলমকে আদালতে হাজির করে সাতদিন রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি (সোমবার) দুপুরে বেনেয়ালী এলাকায় সাদা পোশাকে ছয় ব্যক্তি পুলিশ পরিচয়ে যশোরগামী একটি পিকআপ থামিয়ে তল্লাশি শুরু করে। একপর্যায়ে ওই পিকআপে থাকা ব্যাগ ভর্তি ৩০ লাখ টাকা জোর করে নেওয়ার চেষ্টা করে। এ সময় পিকআপ আরোহীদের চিৎকারে স্থানীয় জনতা পুলিশ পরিচয়দাতা সাদা পোশাকধারীদের ঘিরে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে তিনজন ১০ লাখ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত ঝিকরগাছার দিকে পালিয়ে যায়। তবে বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে ঝিকরগাছা থানা পুলিশের হাতে তুলে দেয়।  

** যশোরে ছিনতাইকালে আটক ২, এএসআই ক্লোজড

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।