ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হামলাকারীরা আগের সরকারে বড় পদে ছিলেন: পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
হামলাকারীরা আগের সরকারে বড় পদে ছিলেন: পুলিশ পুলিশের ওহর হামলা। ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের অনেকেই জামায়াত-বিএনপি সরকারের আমলে বড় পদে ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে রমনা বিভাগের ডিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ডিসি মারুফ হোসেন বলেন, মঙ্গলবার খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্টের সামনে থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করে প্রিজন ভ্যানে রাখা হয়।

ভ্যানটি জাতীয় ঈদগাহের সামনে রাখা ছিল। কোর্ট থেকে ফেরার সময় মিছিলসহ খালেদা জিয়ার গাড়িবহর হাইকোর্ট এলাকায় আসে।

** প্রিজনভ্যান থেকে আটকদের ছিনিয়ে নিলো বিএনপি কর্মীরা!

‘তখন মিছিল থেকে প্রিজন ভ্যানটিতে ভাঙচুর চালিয়ে আটক দুইজনকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় দুইজন পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়েও ভাঙচুর চালানো হয়। ’ 

পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনা অনুযায়ী পুলিশ যদি অ্যাকশনে যেতো তাহলে হয়তো বিচার কার্যক্রমে বাধা আসতে পারতো।

‘তবে এ ঘটনার পরে বিএনপির ৬৯ জনকে আটক করা হয়েছে। যারা যারা হামলা চালিয়েছে তাদের অনেককেই শনাক্ত করা গেছে। তাদের অনেকেই বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বড় বড় পদে ছিলেন,’ বলেন পুলিশের এই কর্মকর্তা।  

তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা হবে ও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।