ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
নলডাঙ্গায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদের পাশে সরকারি স্কুলের মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের (৭২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৯ টার সময় মরদেহটি উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানান ওসি।  

তিনি জানান, কী কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত শীতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এইচএল/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।