ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
শ্রীপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ৩

গাজীপুর: গাজীপু‌রের শ্রীপুর উপ‌জেলার মোলাইদ এলাকায় মুরগি বোঝাই পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত হয়েছে।

বুধবার (৩১ জানুয়া‌রি) সকাল ৬টার দিকে মোলাইদ এলাকায় জয়দেবপুর-ময়মন‌সিংহ মহাসড়কে এ ঘটনা ঘ‌টে।

নিহতদের মধ্যে ২ জনের নাম জানা গেছে।

এরা হলেন, আব্দুল হালিম (৪০) ও জামাল উদ্দিন (৩৫)।

আহতরা হ‌লো গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮)।

মাওনা হাইও‌য়ে থানার উপ-প‌রিদর্শক (এসআই) হ‌রিদাস বাংলানিউজকে জানান, ঢাকাগামী মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান শ্রীপুর উপ‌জেলার মোলাইদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়‌কের পা‌শে উ‌ল্টে যায়। এ‌তে ঘটনাস্থ‌লে তিনজন নিহত হন। আহত হয় আরও দু’জন। প‌রে খবর পে‌য়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মর‌দেহ উদ্ধার ক‌রে মাওনা হাইও‌য়ে থানায় নেওয়া হ‌য়। আহতদের স্থানীয় এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হয়েছে।

বাংলা‌দেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়া‌রি ৩১, ২০১৮
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।