ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বাস চাপায় যুবক নিহত, বা‌সে অ‌গ্নিসং‌যোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টঙ্গীতে বাস চাপায় যুবক নিহত, বা‌সে অ‌গ্নিসং‌যোগ

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় বাস চাপায় অজ্ঞাতপরিচয়(৩৫) এক যুবক নিহ‌ত হ‌য়ে‌ছেন। এ ঘটনার জেরে  স্থানীয়রা উ‌ত্তে‌জিত হ‌য়ে অনা‌বিল প‌রিবহ‌নের এক‌টি বা‌সে ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ ক‌রে।  এরপর ওই মহাসড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়।

বুধবার (৩১ জানুয়া‌রি) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘ‌টে।

টঙ্গী থানার উপ-প‌রিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, টঙ্গীর মিল‌গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক যুবক ঘটনাস্থ‌লে মারা যায়।

এ সময় স্থানীয়রা উ‌ত্তে‌জিত হ‌য়ে অনা‌বিল প‌রিবহ‌নের এক‌টি বা‌সে ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ ক‌রে। এক পর্যা‌য়ে ওই মহাসড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়।

প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ কর‌লে প্রায় আধাঘণ্টা পর যান চলাচল স্বাভা‌বিক হয়। নিহ‌তের প‌রিচয় জানা যায়‌নি।

টঙ্গী ফায়ার সা‌ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সা‌ভি‌সের দু'টি ইউ‌নিট কমীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা ক‌রে বা‌সের আগুন নেভা‌নো হয়।

বাংলা‌দেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়া‌রি ৩১, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।