ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
রাজশাহীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী: রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রাক চাপায় নূরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গার পেট্রোল পাম্পের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম মহানগরীর রাজপাড়া থানার বেড়াপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

মহানগরীর রাজপাড়া থানার ভারপর কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, নূরুল মোটরসাইকেলে করে বাড়ি থেকে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। পথে তিনি কাশিয়াডাঙ্গা এলাকায় আসলে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যান। মুহুর্তের মধ্যে এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছেন চালক ও ড্রাইভার। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।