ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পঞ্চগড়ে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পঞ্চগড়ে নানা আয়োজন চাঁদ। ছবি-সংগৃহীত

পঞ্চগড়: ১৫২  বছর পর বুধবার (৩১ জানুয়ারি) একই সঙ্গে দেখা যবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন। বিরল এ মহাজাগতিক দৃশ্য দেখতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চাঁদ দেখার আয়োজন করা হয়েছে। 

পঞ্চগড় জেলা প্রশাসনের আইসিটি শাখার সহযোগিতায় অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন পঞ্চগড় শাখা বিকেল সাড়ে ৫টায় আকারের নীলাভ উজ্জ্বল চাঁদ দেখার আয়োজন করেছে।  

১৮৬৬ সালের ৩১ মার্চ একই সঙ্গে ব্লু-মুন ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখেছিল বিশ্ববাসী।

১৯৮২ সালে তা দেখা গিয়েছিল আংশিকভাবে।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।