ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ৪ জেলে গুলিবিদ্ধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বঙ্গোপসাগরে ৪ জেলে গুলিবিদ্ধ

পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দস্যুদের ছোড়া গুলিতে ৪ জেলে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আহতরা মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিদাগত রাত আড়াইটার দিকে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য এলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল পাঠিয়ে দেন।

এর আগে সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় সমুদ্রে এ ঘটনা ঘটে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- চট্টগ্রামের খোকন মাঝি, ইসমাইল হোসেন ও পারভেজ মিয়া। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত রয়েছে।

গুলিবিদ্ধ জেলেদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় কোনো কিছু বোঝার আগেই শুক্কুরের মালিকানাধীন এফবি মা ট্রলার লক্ষ্য করে অস্ত্রধারী দস্যুরা গুলি ছোড়ে। এতে ওই ট্রলারে থাকা জেলেদের মধ্যে ৪ জেলে গুলিবিদ্ধ হয়।

এ সময় জেলেদের চিৎকারে দস্যুরা চলে যায়। পরে মঙ্গলবার রাত আড়াইটার দিকে আহত জেলেরা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য এলে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠিয়ে দেন। বুধবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বরিশালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।