ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

রংপুর: রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (১৬) ও রোকন মিয়া (১৮) নামে দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক বন্ধু আহত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার রামনাথপুর ইউপির টেক্সেরহাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সিরাজুল রামনাথপুর ইউনিয়েনের মোল্লাপাড়া এলাকার আ. খালেকের ছেলে এবং রামনাথপুর সরদার পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে রোকন।

আহত মিলন মিয়া (১৮) সরকার পাড়ার মোজাম্মেল হকের ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহ্ আলম আলবানি দুর্ঘনায় সিরাজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল ভর্তি করা হয়েছে। তবে শুনেছি রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু টেক্সেরহাট থেকে বদরগঞ্জ আসার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিরাজুলের মৃত্যু হয়। এ ঘটনায় তার দুই বন্ধু মিলন ও রোকন গুরুতর আহত হয়। পরে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় রোকনের মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮/অপডেট ১৭০০ ঘণ্টা.
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।