ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরীতে ৫০০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ধলেশ্বরীতে ৫০০ কেজি জাটকা জব্দ জব্দ হওয়া জাটকা

নারায়ণগঞ্জ: ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড সদস্যরা। যার আনুমানিক মূল্য টাকা দেশ লাখ টাকা।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে ধলেশ্বরী নদীতে এমভি কর্ণফুলী-১৪, জামাল-৭ ও ফারহান-৫ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো জব্দ করা হয়।  

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়ার কাছে জব্দ হওয়া জাটকাগুলো হস্তান্তর করা হয়েছে।

 

কোস্টগার্ড পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া জাটকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলার ৪৩টি মাদ্রাসা, এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।