ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বিএনপি ও যুবদলের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
সাতক্ষীরায় বিএনপি ও যুবদলের সভাপতি গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সভাপতি বাপ্পী হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

বুধবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। সিরাজুল ইসলাম ওই গ্রামের সামছদ্দিন শেখের ছেলে ও বাপ্পী হোসেন একই গ্রামের রস্তম শেখের ছেলে।

 

সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর আলী আহমেদ হাশেমী বাংলানিউজকে জানান, গ্রেফতার দুইজনই নাশকতা মামলার আসামি। এদের মধ্যে সিরাজুল ইসলামের নামে একটি ও বাপ্পী হোসেনের নামে নয়টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।