ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে পলাতক আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ঈশ্বরদীতে পলাতক আসামি গ্রেফতার

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে সোহেল মালিথা (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঈশ্বরদী শহরের বকুলের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের খলিলুর রহমান মালিথার ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ বকুলের মোড় এলাকায় চেকপোস্ট বাসিয়ে তল্লাশি চালিয়ে মালিথাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, মালিথার নামে অস্ত্র ও মাদক আইনে ইতিপূর্বে পাঁচটি মামলা রয়েছে। মাদক আইনে পুনরায় মামলা নথিভুক্তকরে বৃতস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।