ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী পালন

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী পালন দোয়া ও মিলাদ মাহফিল

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র মা হাসনা হামিদের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জজ মিয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, কোণ্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রাজীব, সাবেক সহ সভাপতি এইচএম মেহেদী হাসান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।