ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা সীমান্তে মাদকদ্রব্য-চোরাই মালামাল জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
কুমিল্লা সীমান্তে মাদকদ্রব্য-চোরাই মালামাল জব্দ, আটক ১ কুমিল্লা সীমান্তে মাদকদ্রব্য-চোরাই মালামাল জব্দ, আটক ১

কুমিল্লা: কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই মালামাল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১০) সদস্যরা। এ সময় মাহে আলম (২৪) নামে এক মাদক বিক্রেতাকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটক মাহে আলম কুমিল্লা সদরের গাজীপুর মধ্যপাড়া এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে।

বুধবার (৩১ জানুয়ারি) বিজিবি-১০ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বিজিবি-১০ এর অধীনস্থ বৌয়ারা বাজার (শাহাপুর পোস্ট) বিওপি’র টহলদল মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে জাম্বুরা টিলা নামক স্থান থেকে ১৩৫ পিস ইয়াবা  ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এছাড়াও অন্য বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় সাত ক্যান বিয়ার, ৭৭ বোতল ফেনসিডিল, ১৫ কেজি গাঁজা, ৫৩ হাজার ৬৮০ পিস সেনেগ্রা ট্যাবলেট, ২ লাখ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৭০ হাজার ৯৬০ পিস বিভিন্ন প্রকার ওষুধ, একটি মোটরসাইকেল এবং একটি সিএনজি চালিত অটোরিকশা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ কোটি সাত লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।  

বিজিবি ১০ এর অতিরিক্ত পরিচালক মো. শহীদুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।