ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীকে জুতা ধোয়া পানি পান করানোয় শিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
শিক্ষার্থীকে জুতা ধোয়া পানি পান করানোয় শিক্ষক কারাগারে

ঝালকাঠি: শিক্ষার্থীকে জুতা ধোয়া পানি পান করানো মামলায় ঝালকাঠিতে মো. মনিরুজ্জামান (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঝালকাঠি পৌর শহরের বিকনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মনিরুজ্জামান ওই এলাকার মৃত. আনোয়ার হোসেনের ছেলে ও বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদ্রাসার শিক্ষক।

মামলা সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্রদের গণিত শিক্ষক মো. মনিরুজ্জামান ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে বলেন। তখন অনেকে লিখতে পারলেও ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মো. রুহুল আমিনের ছেলে নাছিরুল্লাহ তা লিখতে পারেনি। পরে যারা লিখতে পেরেছে তাদের জুতা ও পা ধোয়া পানি জোর করে নাছিরুল্লাহকে পান করান মনিরুজ্জামান। এসময় নাছিরুল্লাহ অসুস্থ হয়ে পরলে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নাছিরুল্লাহর মা সাহিদা বেগম বাদী হয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে ঝালকাঠি থানায় মামলা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মনিরুজ্জামানকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।