ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা কুজেন্দ্র লাল ত্রিপুরা

ঢাকা: ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম স্বাক্ষরিত আদেশটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে গত বছরের ১০ ডিসেম্বর টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।  

আগের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরাকেও প্রতিমন্ত্রীর পদমর্যাদা এ টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮ 
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।