ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রোববার ৪ দিনের সফরে আসছেন সুইস প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
রোববার ৪ দিনের সফরে আসছেন সুইস প্রেসিডেন্ট সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসেত

ঢাকা: চার দিনের রাষ্ট্রীয় সফরে রোববার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসেত। প্রথম কোনো সুইস প্রেসিডেন্ট হিসেবে এ সফরে আসছেন তিনি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় সইজারল্যান্ড দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঁলা বেরসেতের সফরে মিয়ানমারের রোহিঙ্গা সংকটে গুরুতরভাবে প্রভাবিত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং দু’দেশের মধ্যে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠার বিষয় দু’টি গুরত্ব পাবে।  

সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বেরসেতের আনুষ্ঠানিক সাক্ষাতের কথা রয়েছে।

 

সুইস প্রেসিডেন্টের সফরে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেওয়ার পাশাপাশি, উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতার বিষয়সমূহও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।  

বেরসেত তার সফরে নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন।

সফরের তৃতীয় দিন (৬ ফেব্রুয়ারি) বেরসেত কক্সবাজারে গিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য সুইজারল্যান্ড শুরু থেকেই মানবিক সহায়তা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এইচএ/

** ভিয়েতনামের প্রেসিডেন্ট ঢাকা আসছেন ৪ মার্চ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।