ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ভৈরবে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক দিদার হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পিকআপ ভ্যানে থাকা চারজন।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের শম্ভুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিদার হোসেন নোয়াখালী জেলার মাইজদীর আবদুর রউফের ছেলে।

আহতরা হলেন-বাচ্চু মিয়া (৩৮), সোহাগ (২৮), তার স্ত্রী শাহনাজ বেগম (২৪) ও জজ মিয়া (২৭)। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। তবে, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।