ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তজুমদ্দিনে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
তজুমদ্দিনে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার গ্রেফতার পাঁচ ডাকাত

ভোলা: ভোলার তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মেঘনার বালিয়াকান্দি তীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দা, একটি পাইপ ও একটি শাবল উদ্ধার করা হয়।

আটকরা হলেন, আব্বাস (২৩), সবুজ (২২), নয়ন (২২), হেলাল (৩০) ও লোকমান (৩২)। তাদের বাড়ি চরজহির উদ্দিন ও বালিয়াকান্দি গ্রামে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে জানান, তজুমদ্দিনের মেঘনা তীরের বালিয়াকান্দি এলাকায় পাঁচ ডাকাতসহ অন্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন এমন খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় তজুমদ্দিন থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।