ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ঝালকাঠিতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

ঝালকাটি: ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পৃথক সময় মরদেহদুটি ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে উদ্ধার করে নৌ-বাহিনীর ডুবুরি দল।

নিহতরা হলেন- ট্রলারের সুকানি পান্নু হাওলাদার (২৮) ও বাবুর্চি মো. হাসান মহাজন (২৫)।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার সকালে ১ হাজার ৫৬০ বস্তা সিমেন্ট নিয়ে বড় আকারের ইঞ্চিনচালিত ট্রলারটি ঝালকাঠি থেকে বরগুনার দিকে যাচ্ছিলো। ঘন কুয়াশার কারণে কাঁঠালিয়ার মশাবুনিয়া পুরনো লঞ্চঘাটে নোঙর করে।

দুর্ঘটনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী যাত্রীবাহী পূবালী-১ নামক লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এতে মাওলাদ নামে এক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ট্রলারের সুকানি পান্নু মিয়া ও বাবুর্চি মো. হাসান মহাজন নামে দু'জন নিখোঁজ হয়।

নিঁখোজের পর থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।   পরে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার মোখলেছুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। তারা বৃহস্পতিবার সকাল ১১টায় প্রথমে সুকানি পান্নু মিয়া ও পরে দুপুর দেড়টায় বাবুর্চি মো. হাসান মহাজনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।