ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত দুর্ঘটনা কবলিত ট্রাক

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় পাথরবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে চালক দিদার আলী শেখ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বগুড়া-রংপুর সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের কালাম শেখের ছেলে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক মহাস্থান এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি বিকল হয়ে পড়ে। পরে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়।

এসময় অপর একটি পাথরবোঝাই ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক চাপা পড়ে নিহত হন। আহত অপর দু’জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমবিএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।