ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা): হঠাৎ অসুস্থ হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আহুন গিয়ানভ নোকেন (৫৬) নামে এক রাশিয়ান নাগরিক মারা গেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান।  

তিনি রাশিয়ান প্রতিষ্ঠান এ এমটি ইঞ্জিনিয়ারিংয়ে কর্মরত ছিলেন।

আহুন উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে নিলুফা মহল নামে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. আসমা খান জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে আহুন পেটে ব্যাথা নিয়ে ঈশ্বরদী হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ বোধ করায় বাসায় ফিরে যান তিনি।  

পারমাণবিক প্রকল্পের কর্মরত চিকিৎসক ডা. ফকরুল ইসলাম জানান, রাতে সুস্থ হয়ে বাসায় ফেরার পর সকালে আবার অসুস্থ হয়ে পড়েন আহুন। এ অবস্থায় তাকে ঈশ্বরদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হৃদরোগী আহুনের হার্টে রিং পড়ানো ছিল।

রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রকল্প পরিচালক শওকত আকবর জানান, রাশিয়ান নাগরিক আহুন গিয়ানভ নোকেনের মরদেহ স্বজনদের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।