ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে সরকারি খাস জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
টেকনাফে সরকারি খাস জমি উদ্ধার অবৈধ দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

কক্সবাজার: টেকনাফে অবৈধ দখলদারদের হাত থেকে ১ একর ১০ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

বৃহস্পিতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সরকারি এ খাস জমি দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালিতে কক্সবাজার শহরের হোটেল কক্স টুডে’র কর্তৃপক্ষ সরকারের এক একর ১০ শতাংশ খাস জমি দখল করে রেখেছিলো।

৩ কোটি টাকার মূল্যের জমির চারপাশে তারকাঁটার বেড়া ও সাইনবোর্ড ঝুলিয়ে ছিলো হোটেল কক্সটুডে’র লোকজন। গত কয়েকদিন আগে সেই জমিতে স্থাপনা নির্মাণের জন্যও প্রস্তুতি নিচ্ছিলো দখলদাররা।  

স্থাপনা নির্মাণের খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে সরকারি জমি থেকে হোটেল কর্তৃপক্ষের সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রনয় চাকমা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উপজেলার সমস্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।