ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
কুষ্টিয়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের একটি মহিলা হোস্টেল থেকে আঞ্জুমান আরা সাথী (২৩) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের টালি পাড়াস্থ জনৈক জহুরুল ইসলামের ৪৭/২, আব্দুর রব সড়কের বাড়ির দ্বিতীয় তলা মরদেহটি উদ্ধার করা হয়।

আঞ্জুমান আরা সাথী মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের তারাবাদ গ্রামের আনারুল ইসলাম আনারের মেয়ে।

তিনি কুষ্টিয়ার সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

আনারুল ইসলাম আনার জানান, দুই বছর আগে উপজেলার নওদাজমপুর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী বাদশার সঙ্গে বিয়ে হয় সাথীর। কিছুদিন পর বাদশা আবার কাতার চলে যান। এরপর থেকে সাথী কুষ্টিয়াতেই মেসে থেকে পড়ালেখা করতেন। রাতে মোবাইলে স্বামীর বাদশার সঙ্গে সাথীর ঝগড়া হয়। স্বামীর ওপর অভিমান করে সাথী আত্মহত্যা করেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, সাথীর আত্মহত্যার ঘটনায় কারো কোনো প্ররোচণা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আত্মহত্যা প্ররোচনায় কারো কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।