ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হেলদি সিটি গড়তে তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
হেলদি সিটি গড়তে তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই আত্মা’র বিভাগীয় কমিটির সভা-ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী নগরীকে গ্রিন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই। নগরবাসীকে স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে চাইলে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাকের ব্যবহার বন্ধ করতে হবে। না হলে মূল লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে না। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’র সভাকক্ষে অনুষ্ঠিত তামাকবিরোধী মিডিয়া জোট-‘আত্মা’ রাজশাহী বিভাগীয় কমিটির সভায় বক্তারা এই অভিমত প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক সোনার দেশ পত্রিকার সাংবাদিক আলমগীর কবির তোতা।

এসিডি’র প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আত্মা’র সদস্য বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক আমাদের রাজশাহী’র বার্তা সম্পাদক জিয়াউল হক জিয়া, ইন্ডিপেন্ডেন্ট টিভি রাজশাহীর ব্যুরো প্রধান আহসান হাবীব অপু, বাংলাভিশন’র নিজস্ব প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্য, সোনালী সংবাদ পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, এসিডি’র অ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম শামীম ও প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী প্রমুখ।

সভায় আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তামাক পণ্য বিক্রেতাদের জরিমানার অর্থ তামাক কোম্পানির ফিরিয়ে দেওয়ার ঘটনায় আত্মা’র সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।  

বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগে তামাক নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত মামলা দায়েরের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।