ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
গাজীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

গাজীপুর: গাজীপু‌রের কালীগঞ্জ উপ‌জেলার জাঙ্গালিয়া এলাকায় আম্বিয়া খাতুন (২০) না‌মে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্প‌তিবার (০১ ফেব্রুয়া‌রি) সন্ধ্যায় এঘটনা ঘ‌টে। ঘটনার পর থেকে নিহত আম্বিয়ার স্বামীসহ শ্বশুরবা‌ড়ির লোকজন পলাতক।

আম্বিয়া জাঙ্গালিয়া বিনিরাইল এলাকার শামসুদ্দিনের মেয়ে।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, জাঙ্গালিয়া এলাকার আব্দুল বাতেনের ছেলে মোবারক হো‌সে‌নের (২৪) সঙ্গে তিন বছর আগে আম্বিয়ার বিয়ে হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধ‌রে মোবারক হোসেন আম্বিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। হাসপাতালে নেওয়ার পথে আম্বিয়া মারা যান।

এলাকাবাসীর বরাত দি‌য়ে স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন জানান, আম্বিয়াকে তার স্বামী পিটিয়ে গুরুতর আহত করার পরই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবা‌ড়ির লোকজন পলাতক র‌য়ে‌ছে।

বাংলা‌দেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০২,২০১৮।
আরএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।