ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্পিকারের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি লিউ’র বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
স্পিকারের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি লিউ’র বৈঠক বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরী ও জেনমিন লিউ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি জেনারেল জেনমিন লিউর বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাতিসংঘ সদরদপ্তরে এ বৈঠক হয় বলে শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেসার আন্ডার সেক্রেটারি জেনারেলকে স্পিকার জানান, দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা, কৃষি উৎপাদন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য-পুষ্টি-সেবা, গড় আয়ু বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জন করেছে।

 

এ সময় তিনি বয়স্ক জনসংখ্যার কল্যাণে বাংলাদেশ যেসব নীতি ও কর্ম পরিকল্পনা নিয়েছে, সে বিষয়েও আলোকপাত করেন লিউ’র সঙ্গে। স্পিকার আর্থ-সামাজিক উন্নয়ন, এসডিজি বাস্তবায়ন ও এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় ডেসার সহযোগিতা কামনা করেন।

জবাবে ডেসার আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ বলেন, আর্থ-সামাজিক খাতে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। বিশেষ করে দারিদ্র্য নির্মূলে বাংলাদেশের সাফল্য সারাবিশ্বের জন্য উদাহরণ।  

তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহ এবং এই অঞ্চলের মধ্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় লিউ স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দেন।

রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করে স্পিকার এ সমস্যা সমাধানে আন্ডার সেক্রেটারি জেনারেলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা প্রত্যাশা করেন।  

আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘ মহাসচিবের সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিক এজেন্ডার একটি। তিনি রোহিঙ্গা ইস্যুর মানবিক ও রাজনৈতিক সমাধানে জাতিসংঘের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।