ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

গাইবান্ধা: গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা ও ছাত্রলীগের চাঁদা দাবির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতে ধর্মঘট অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলামসহ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে এনে ধর্মঘটের সিদ্ধান্ত নেয় ওষুধ ব্যবসায়ীরা।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল লতিফ আকন্দ বাংলানিউজকে বলেন, ওষুধ ব্যবসায়ীরা দোষ করে আমাদের ওপর তার দায়ভার চাপানোর অপচেষ্টা করছেন।

তানজিমুল ও তার বোনকে লাঞ্ছিত করার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের সভা সমাবেশ অব্যাহত থাকবে।

গাইবান্ধা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল রশিদ বাংলানিউজকে বলেন, ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মত ধর্মঘট অব্যাহত রয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতারা গাইবান্ধার উদ্দেশে রওনা দিয়েছেন তাদের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচির ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।

**গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।