ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় পথচারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সিলেটে ট্রাকচাপায় পথচারী নিহত

সিলেট: সিলেটে ট্রাকচাপায় ফারুক আহমদ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে নগরের মিরাবাজার দাদা পীর (র.) মাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফারুক (৭০) ব্রাক্ষণবাড়িয়ার নাছিরনগর এলাকার বাসিন্দা। তিনি দাদা পীরের মাজার সংলগ্ন একটি কলোনির বাসিন্দা ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্যবোঝাই একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক রাস্তার ওপর রেখে চালক ও হেলপার পালিয়ে যান।

সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মালবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।