ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিথ্যা মামলায় ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
মিথ্যা মামলায় ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ

সিলেট: মাদকের মিথ্যা মামলায় জাহেদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জাহেদের বাবা সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ দিঘলী চালকপাড়ার আব্দুল আমিন।

সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ পাঠ করেন জাহেদের ছোট ভাই আসলাম হোসেন নয়ন।

 

এতে জানানো হয়, গত ২৭ জানুয়ারি সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকার আওতাধীন জালালাবাদ ইউনিয়নের হেংলাকান্দি গ্রামের সুরমা নদীতে একটি নৌকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪০ বোতল মদ জব্দ হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরী বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কাপড় ব্যবসায়ী জাহেদ মিয়াকে আসামি করা হয়েছে। ছেলে জাহেদ মিয়ার উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের স্কুল রোডে ‘আমিন ফ্যাশন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলেও জানানো হয়।  

জনসম্মুখে পরিত্যক্ত অবস্থায় নৌকা থেকে উদ্ধার হওয়া মদের চালান জাহেদের শয়নকক্ষ থেকে উদ্ধার দেখানো নিয়ে প্রশ্ন তোলা হয়। শত্রুতা বশত কেউ তার ছেলে জাহেদকে ফাঁসাতে এ ষড়যন্ত্র করেছে বলে দাবি করা হয় লিখিত ওই বক্তব্যে।

এছাড়া ঘটনাটি তদন্ত করে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়াসহ ছেলেকে মামলা থেকে অব্যহতি দিতে প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান বাবা আব্দুল আমিন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।