ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে বাঁশ মাথায় পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সাদুল্লাপুরে বাঁশ মাথায় পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে বাঁশ মাথায় পড়ে মাইশা আক্তার (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধাপেরহাটের বোয়ালীদহ এলাকায় এ ঘটনা ঘটে। মাইশা ধাপেরহাট ইউনিয়নের চকসরাই গ্রামের রাজমিস্ত্রি মামুন মিয়ার মেয়ে।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা বাংলানিউজকে বলেন, দুপুরে মাইশাকে কোলে নিয়ে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে স্ক্যাভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি ভরাট কাজের দৃশ্য দেখছিলেন তার খালা। এসময় স্ক্যাভেটর দিয়ে সড়কের পাশের বাঁশঝাড় কাটতে গিয়ে একটি বাঁশ মাইশার মাথার ওপর ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হলে স্ক্যাভেটর চালক  ও হেলপার পালিয়ে যান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইমরানুল কবির বাংলানিউজকে জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।