ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৩৪ তম বিসিএস ফোরামের সভাপতি আজিজ, সেক্রেটারি ইলিয়াছ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
৩৪ তম বিসিএস ফোরামের সভাপতি আজিজ, সেক্রেটারি ইলিয়াছ

ঢাকা: বান্দরবান জেলার সহকারী কমিশনার আজিজুর রহমানকে সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেনকে সেক্রেটারি করে ৩৪তম বিসিএস ফোরামের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ফোরামের প্রথম সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
 
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. কামরুল হাসান সোহেল (বাঁধন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শাহিনুল ইসলাম শাহিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

নতুন এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।
 
একইসঙ্গে নির্বাচিত নেতারা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আসিফ ইকবাল।
 
শনিবার সন্ধ্যায় ৩৪তম বিসিএস ফোরাম নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবিদুর রহমান ও সদস্য সচিব আসিফ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এসআইজে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।