ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুইস প্রেসিডেন্ট আসছেন দুপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
সুইস প্রেসিডেন্ট আসছেন দুপুরে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে

ঢাকা: চারদিনের সরকারি সফরে রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। কোনো সুইস প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর।

দুপুর সোয়া একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে সুইস প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হবে।

এরপর তিনি যাবেন হোটেল সোনারগাঁওয়ে। সন্ধ্যা ৬টায় হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।  

বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্ট আঁলা বেরসের সফরে রোহিঙ্গা সংকট এবং দু’দেশের মধ্যে সম্পর্ক জোরালো করার বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দেওয়ার পাশাপাশি, উভয় দেশ অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে আলোচনা করবে।  

সফরকালে সুইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।  

সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে সোমবার (০৫ ফেব্রুয়ারি) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একইদিন তিনি ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এদিন দুপুরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট বেরসে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা সরেজমিনে দেখবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে।  

সফরকালে তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন, যার সঙ্গে সুইস আর্টস কাউন্সিল প্রো হেলভেশিয়া সম্পৃক্ত।  

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪,২০১৮
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।