ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাম), উপস্থিত অতিথিরা (ডানে)। ছবি: পিআইডি

ঢাকা: বিভিন্ন দাবিতে আন্দোলনরত ভিন্ন ভিন্ন শিক্ষক-কর্মচারী সংগঠনগুলোর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চাপ সৃষ্টি করে কিছু আদায় করা যাবে না।’

তিনি বলেন, ‘একটা নীতিমালার ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেখানে অহেতুক চাপ সৃষ্টি করলে সব কিছু আদায় হবে সেটা কিন্তু না।

সেটা হবে না, আমি কিন্তু বলে দিতে পারি। ’

রোববার (০৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘চাপ দিয়ে কেউ কিছু আদায় করতে পারবে না। কেউ যদি মনে করে সরকারের এটা শেষ বছর কাজেই দাবি করলেই সব শুনে ফেলবো। আমি কিন্তু ক্ষমতার পরোয়া করি না। ’ 

‘ভরসা রাখতে হবে, আওয়ামী লীগ যতকাল ক্ষমতায় আছে কাউকে বঞ্চিত করে নাই, বঞ্চিত করবে না। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন আমরা শিক্ষাকে খুবই গুরুত্ব দিই। সবার বেতন-ভাতা, অনুদান সব কিছু আমরা বাড়িয়েছি। সরকারি বেসরকারি সব জায়গায় আমরা সহযোগিতা করে যাচ্ছি। ’

‘আমরা কখনও কাউকে বঞ্চিত করছি না। তবে একটা ঠিক কিছু দিলে আরও দাও আরও দাও বললে আমরা দিতে অপারগ হবো। কারণ আমাদের একটা বাজেট নিয়ে, একটা পরিকল্পনা নিয়ে চলতে হয়। সেটা আপনাদের মাথায় রাখতে হবে, যে কতটুকু আমরা করতে পারি। ’

তিনি বলেন, ‘সব কিছু তো একটা নীতিমালার ভিত্তিতে হবে। যখন তখন যে কেউ দাবি করলে সেটাতো পূরণ করা সম্ভব নয়। এটা সবাইকে অনুধাবন করতে হবে। তারপরও আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সালে এসে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলাম। কারও দাবি করতে হয়নি, আন্দোলন করতে হয়নি আমরা তার আগেই করে দিচ্ছি। ’

শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা যারা শিক্ষক, আপনারা মহৎ পেশায় নিয়োজিত আছেন। আপনাদের কাছে দেশ ও জাতির ভবিষ্যত। ’

তিনি বলেন, ‘একজন শিক্ষকের কাছ থেকে এইটুকু চাই আপনারা কতটুকু দিতে পারলেন, মানুষ গড়ার কারিগর আপনারা, কি ধরনের মানুষ আপনারা তৈরি করে দিয়ে যেতে পারলেন, আপনাদের কাছে যারা শিখছে তারা এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশকে কতটা উন্নতির দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে বড় কথা। কাজেই আপনাদের ওপর এ জাতির ভবিষ্যত নির্ভর করে। ’

যুগের সঙ্গে তালমিলিয়ে উন্নত আধুনিক শিক্ষা দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট, ‘স্বাধীনতা’ ম্যুরাল (১৯৫২-১৯৭১), ডরমিটরি ভবন, আইসিটি ভবন, সিনেট ভবন, কর্মকর্তা ভবন, কর্মচারী ভবন, বরিশাল আঞ্চলিক কেন্দ্র, রংপুর আঞ্চলিক কেন্দ্র, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র ও কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন>>
** 
শিক্ষিত জাতি ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না

একই সঙ্গে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেরা সাত কলেজের অধক্ষ্যের হাতে পুরস্কার ও  সনদ তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা সচিব সোহরাব হোসাইন।

স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮/আপডেট: ১৫৪৬ ঘণ্টা
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।