ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
রূপগঞ্জে মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা করায় ইসমাইল হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।  

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিনা মৌজার আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অব্যাহতিপ্রাপ্ত ইসমাইল হোসেন গোবিন্দপুর দাখিল মাদ্রাসার শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মাঝিনা মৌজার আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসায় আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা চলছিল। এসময় শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা করে পরীক্ষার্থীদের বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ উঠে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।