ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
দৌলতপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ৫২ পিস ইয়াবাসহ রাসমী খাতুন (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সোনাইকুন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাসমী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাতিজা টোটন চৌধুরীর স্ত্রী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইকুন্ডি গ্রামের টোটন চৌধুরীর বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে টোটন চৌধুরী পালিয়ে গেলেও তার স্ত্রী রাসমী খাতুনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।