ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তজুমদ্দিনে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
তজুমদ্দিনে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ সুমন (২৩) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মেঘনার চাচড়া নামক পয়েন্ট থেকে জেলেরা তার মরদেহ উদ্ধার করে। নিহত সুমন উপজেলার চাচড়া গ্রামের সফিউল্লার ছেলে।

এর আগে ভোরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন সাত জেলে। আহতরা হলেন- জাহাঙ্গীর মাঝী (৩৮), মঞ্জুর (৪০), জাকির (৩০), মোসলে উদ্দিন (৩৫), ইউনুস (৩৫), মঞ্জু (৩০) ও বাসেত (৩২)। এদের মধ্যে প্রথম চারজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, ভোরে মেঘনার চাচড়া পয়েন্টে ঘন কুয়াশার মধ্যে তাশরিফ-৩ নামে একটি লঞ্চ জেলেদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে গেলে সুমন নামে এক জেলে নিখোঁজ হন। এসময় আহত হন ট্রলারে থাকা সাত জেলে। লঞ্চটি ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া যাচ্ছিল।

দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টার দিকে মৃত অবস্থায় নিখোঁজ জেলেকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় জেলেরা।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, এ ঘটনায় ঘাতক লঞ্চের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।  

তজুমদ্দিন-মনপুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম কুদ্দুছ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।