ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় এক শিক্ষককে ১৫ দিনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
কলাপাড়ায় এক শিক্ষককে ১৫ দিনের কারাদণ্ড

পটুয়াখালী: এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশ করে গোলযোগ সৃষ্টি করার অপরাধে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক শিক্ষককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ ফেব্রুয়ারি) আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন (৩২) মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের খন্ডকালীন সহকারী শিক্ষক।



জসিম পরীক্ষা সংক্রান্ত কোনো দায়িত্ব পালন না করলেও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে গোলযোগ সৃষ্টি করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।