ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর পলাতক দুই খুনির ১৯ একর জমি বাজেয়াপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
বঙ্গবন্ধুর পলাতক দুই খুনির ১৯ একর জমি বাজেয়াপ্ত

সংসদ ভবন থেকে: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনি লে. কর্নেল (অব.) খন্দকার আবদুর রশীদের মালিকানাধীন ১৬ দশমিক ৯৪ একর এবং আরেক পলাতক খুনি রাশেদ চৌধুরীর সোয়া এক একর মিলিয়ে মোট ১৯ একর ভূমি বাজেয়াপ্ত করে খাত খতিয়ানভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত খুনি মেজর (অব.) আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীকে দেশ দুটি থেকে ফেরত আনার লক্ষ্যে নিয়োগকৃত ল’ ফার্মের কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যান্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে।

বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৭৬ সালের জুন-অক্টোবর সময়কালে জিয়াউর রহমান সরকার কতিপয় ঘাতকের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভিন্ন কূটনৈতিক পদমর্যাদায় বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ এবং পরবর্তীতে পদোন্নতিও দিয়েছে।

৮ বছরে ৪ হাজার কেজির বেশি স্বর্ণ আটক:
সংসদ সদস্য এম এ আউয়ালের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের দুই মেয়াদে (২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত) অবৈধভাবে আনা সর্বমোট ৪ হাজার ১৩০ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে অস্থায়ীভাবে জমা করা হয়। পরবর্তীতে এসব স্বর্ণ সংশ্লিষ্ট আটকের বিপরীতে দায়েরকৃত মামলা নিষ্পত্তি সাপেক্ষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে স্থায়ীভাবে বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।