ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
পুলিশের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া/ ছবি: ডিএইচ বাদল/ বাংলানিউজ

ঢাকা: হাইকোর্ট মোড়ে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে  তারা পুলিশের ওপর এ হামলা চালিয়েছে। এ হামলার সঙ্গে যারাই জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে মেলা প্রাঙ্গণে পুলিশ কন্ট্রোল রুমের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার একথা জানান।  

আছাদুজ্জামান মিয়া বলেন, হামলাকারীরা ' ফিল্ম স্টাইলে' পুলিশকে লাথি মারা ও হামলার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সব ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রম নিয়ে কেউ যদি অসন্তুষ্ট হয় তবে সে হাইকোর্টে গিয়ে তা প্রকাশ করতে পারেন। কিন্তু এজন্য পুলিশের ওপর হামলা ও কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি কোনোভাবে মেনে নেওয়া যায় না।

জনগণের নিরাপত্তা ও জান-মালের কোনো ক্ষতি হয় এমন কোনো বিশৃঙ্খল সৃষ্টিকারীকে শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি।

গ্রন্থমেলার নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, বই মেলায় ঢুকে এখানকার মালিক, প্রকাশক ও লেখকদের সঙ্গে আমি কথা বলেছি। তারা গ্রন্থমেলার নিরাপত্তা বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখানে কোনো নিরাপত্তা শঙ্কা নেই।

গ্রন্থমেলায় পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিপুল সংখ্যাক পুলিশ ও গোয়েন্দা রয়েছে।  

মেলার নিরাপত্তার জন্য বাংলা একাডেমি ও পুলিশের সমন্বিত একটি কমিটি কাজ করছে।  

অমর একুশে গ্রন্থমেলা লেখক, প্রকাশক ও পাঠকদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসজেএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।