ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেশের প্রতিটি স্কুলে মিড ডে মিল চালু করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
দেশের প্রতিটি স্কুলে মিড ডে মিল চালু করার আহ্বান কর্মশালায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান/ ছবি: অনিক খান/বাংলানিউজ

ময়মনসিংহ: আগামী জুনের মধ্যে দেশের প্রতিটি স্কুলে মিড ডে মিল চালু করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেছেন, কোমলমতি শিশুদের মনযোগী করে তুলতে শ্রেণি কক্ষকে আকর্ষণীয় করতে হবে। স্কুল গুলোকে দৃষ্টিনন্দন করতে হবে এবং তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে হবে।

আর তাহলেই শিক্ষার্থীরা ক্লাসে আগ্রহী হবে, ঝরে পড়া রোধ হবে।  

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত মানসম্মত শিক্ষা উজ্জীবিত করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের চার জেলার শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী মোস্তাফিজুর বলেন, সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষার বিস্তারে প্রতি বছর স্লিপ প্রকল্পে আড়াই’শ কোটি টাকা এবং প্রশিক্ষণে ৩’শ কোটি টাকা ব্যয় করে। কিন্তু আমাদের সুষ্ঠু পরিচর্যার অভাবে সবকিছুই ওলট-পালট হয়ে যায়, নষ্ট হয়ে যায়।  

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার মূল ভিত্তি। আগে এ ভীতকে শক্ত করতে হবে। তিনি শিক্ষকদের শিক্ষাগুরু ও শিক্ষাকর্তা হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, পরিচালক (পলিসি ও অপারেশন) বিজয় ভূষণ পাল, ন্যাপ’র মহাপরিচালক শাহ আলম, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজী, প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভুষণ দেব, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জাল হোসেন প্রমুখ।

দিনব্যাপী এ কর্মশালায় ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী কর্মকর্তা, স্কুল প্রধান ও এসএমসির সভাপতিরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।