ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে একই পরিবারে দগ্ধ ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
মোহাম্মদপুরে একই পরিবারে দগ্ধ ৪

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়ার সূচনার গলি এলাকায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।  

দগ্ধরা হলেন- রিকশাচালক ওয়ারেশ মিয়া (৪২), তার স্ত্রী রোকেয়া বেগম (৩৫), মেয়ে শোভা (২২) ও আরেক মেয়ে মুক্তা (১৪)।

 

তাদের আত্মীয় সাইফুল ইসলাম জানান, ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হয়েছেন। তবে আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত চিকিৎসক জানান, ওয়ারেশ মিয়ার ৮ শতাংশ পুড়ে গেলেও অন্যদের সামান্য অংশ পুড়েছে।  

ফায়ার সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, মোহাম্মদপুরে আগুন লাগার কোনো ঘটনা তাদের জানা নেই।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।